দূর্গম পাহাড়ে বিদ্যানন্দ পরিচালিত অনাথালয়ে কোমলমতি শীতার্ত শিশুদের পাশে সেনাবাহিনী
নিউজ ডেস্ক
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শপথ নিয়ে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অখন্ডতা রক্ষা ও আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি পাহাড়ি জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নানা জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয়দের কর্মসংস্থানের লক্ষ্যে বেশ কয়েকটি জুতা, লুঙ্গী, ব্যাগ ও কম্বল কারখানা চালু করেছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।
পাহাড়জুড়ে উন্নয়নমূলক এমন কর্মযজ্ঞের ধারাবাহিকতায় এবার গুইমারা রিজিয়নের কম্বল ও ব্যাগ ফ্যাক্টরী থেকে উৎপাদিত শীতবস্ত্র নিয়ে জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ পরিচালিত মায়াকানন অনাথালয়ে কোমলমতি বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
পাহাড়ে তীব্র শীতে যখন বিপর্যস্ত সাধারণের জনজীবন, ঠিক সেই মুহূর্তে শনিবার (২৭ নভেম্বর) স্বেচ্ছাসেবী দাতা সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোমলমতি শিশুদের জন্য মায়াকানন অনাথালয়ে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের কম্বল ও ব্যাগ ফ্যাক্টরী থেকে উৎপাদিত এ সকল দ্রব্যসামগ্রী এভাবেই বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে।