সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২২ সমাপ্ত - Southeast Asia Journal

সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২২ সমাপ্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজচ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২২-এর পুরস্কার বিতরণ ও সমাপনী বুধবার কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এতে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এরপর তিনি উপস্থিত সবার উদ্দেশে তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান সেনা সদস্যদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ফায়ারিংয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জনের নির্দেশ দেন। দেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী সব সময় সরকার ও জনগণের পাশে থাকবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৬টি দল অংশ নেয়। স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন দল রানারআপ হয়। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দলের কর্পোরাল মো. আব্দুল আলীম প্রথম শ্রেষ্ঠ ও সৈনিক তুহিন মিয়া দ্বিতীয় ফায়ারার এবং ক্যাপ্টেন সৈয়দা রাফিয়া জামান শ্রেষ্ঠ নারী ফায়ারার নির্বাচিত হন।

সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন। আইএসপিআর।