আঞ্চলিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী - Southeast Asia Journal

আঞ্চলিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আঞ্চলিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার দিকে জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, আঞ্চলিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তুরস্কের আন্তালিয়ায় দ্বিতীয় আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, দ্বিতীয় আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে ‘এশিয়া এ নিউ: ফর সাসটেনেবল রিজিওনাল গ্রোথ’ শীর্ষক গোলটেবিলে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সংঘাতের বিষয়ে বৈঠকে তুলে ধরেন এ কে আবদুল মোমেন। আর বাংলাদেশ যে শান্তি পরিস্থিতি উন্নয়নে কাজ করে তা তুলে ধরেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে স্থিতিশীল ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে বাসযোগ্য করতে সবাইকে সহনশীল ও সহানুভূতির সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ১১ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার কথা তুলে ধরেন।

বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানান আবদুল মোমেন। গোলটেবিলে করোনা মোকাবিলা, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। গোলটেবিলে তিনি সকল দেশের জন্য সহজলভ্য দামে সবুজ প্রযুক্তি নিশ্চিত করার কথাও বলেন।