হাদিসুরের মরদেহ নিতে বিমানবন্দরে স্বজনদের অপেক্ষা
নিউজ ডেস্ক
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’র প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের মরদেহ দেশে আসছে আজ। তার মরদেহ বুঝে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন। হাদিসুর রহমানের গ্রামের বাড়ি বরগুনার বেতাগি উপজেলায়।
সোমবার দুপুরের দিকে তার মরদেহ নিয়ে আসা ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন তার ভাইয়া গোলাম মাওলা প্রিন্স ও মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
এর আগে রোববার তার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে মরদেহ আসার কথা থাকলেও, ঘন তুষারপাতের কারণে ফ্লাইটের সূচি পরিবর্তন হয়। গত ২ মার্চ ইউক্রেনে যুদ্ধের মধ্যে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে।
ঐ হামলায় নিহত হন প্রকৌশলী হাদিসুর। এরপর নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তার মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নেয়া হয়। এর আগে গত ৯ মার্চ এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আটকে পড়া ২৮ নাবিক ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে ঢাকায় ফিরেছেন।