কলকাতার গেস্ট হাউজে বাংলাদেশির লাশ উদ্ধার
নিউজ ডেস্ক
কলকাতার এক গেস্ট হাউজে বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত বাংলাদেশির নাম মহম্মদ মইজুদ্দিন (৬৪)। তিনি ঢাকার আহমেদ নগরের বাসিন্দা।
গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি গেস্ট হাউজে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার তিনি বাংলাদেশ থেকে নিজের চিকিৎসার জন্য কলকাতার ওই গেস্ট হাউজের চতুর্থ তলার এক রুমে উঠেন। এদিন দুপুর ১টা ১৫ নাগাদ রুম সার্ভিসের কর্মীরা তাকে ডেকে সাড়া না পেয়ে খবর দেন পুলিশকে।
খবর পেয়ে পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাংলাদেশিকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।