কক্সবাজারে বিজিবির ওপর হামলা চালিয়ে ইয়াবাসহ আসামি ছিনতাই - Southeast Asia Journal

কক্সবাজারে বিজিবির ওপর হামলা চালিয়ে ইয়াবাসহ আসামি ছিনতাই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে এক চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে বালুখালীর পূর্ব ফাঁড়িরবিল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির।

তিনি বলেন, বুধবার দিনগত রাতে উখিয়ার বালুখালীর পূর্ব ফাঁড়িরবিল এলাকায় ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করেন বিজিবির সদস্যরা। তাকে ক্যাম্পে নেওয়ার সময় তার লোকজন বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এসময় নারী ও শিশুদের ব্যবহার করে ইট, পাথর ও দেশীয় অস্ত্র দিয়ে বিজিবি সদস্যের আঘাত করা হয়। নারীরা বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষতবিক্ষত করে। বিজিবি সদস্যরা নারী ও শিশু বিবেচনায় বল প্রয়োগে বিরত থাকার সুযোগ নিয়ে বখতিয়ার ক্যান্ডকাফ ও ইয়াবাসহ পালিয়ে যায়।

৩৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সহায়তাকারী নারী বা বৃদ্ধ যেই হোক না কেন, তাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।