ইউক্রেনের সামরিক কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার
![]()
নিউজ ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সামরিক কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, কিয়েভে গুঁড়িয়ে দেওয়া কারখানাটিতে সাঁজোয়া যান উৎপাদন করা হতো। এছাড়া মাইকোলাইভ শহরে সামরিক সরঞ্জাম মেরামতের একটি স্থাপনাও ধ্বংস করে দেওয়া হয়েছে।
দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে ইউক্রেনের এসব সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া পূর্ব ইউক্রেনের খারকিভে একটি ইউক্রেনীয় এসইউ-২৫ বিমান ভূপাতিত করারও দাবি করেছে মস্কো।
এদিকে শনিবার কিয়েভ এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, দিনের প্রথম প্রহরে এসব শব্দ শোনা যায়। বেজে ওঠে বিমান হামলার সাইরেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, শহরের উপকণ্ঠ দারনিটস্কি জেলায় বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গভর্নর মাকসিম কোজিটস্কি জানান, শনিবার ভোরে বিমান হামলার সাইরেন বেজে উঠে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানালেও হতাহত কিংবা কোথায় বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কোনও তথ্য দেননি তিনি।