নাফ নদী থেকে দুই কোটি টাকার ইয়াবাসহ মায়ানমারের নাগরিক আটক
নিউজ ডেস্ক
টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ এক মায়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার দিবাগত রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এই সংবাদের ভিত্তিতে বিজিবির দুইটি টহলদল নাফ নদীর জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়।
এসময় দুই ব্যক্তিকে মায়ানমার থেকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে।
বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে একজন সাঁতরিয়ে পালিয়ে যায়, এসময় কামাল হোসেন নামে এক মাদক পাচারকারীকে আটক করে বিজিবি। তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবার মূল্য দুই কোটি চল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।