চট্টগ্রামের ভূজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার - Southeast Asia Journal

চট্টগ্রামের ভূজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আঁধারমানিক বিওপির চিকনছড়া নামক এলাকা হতে ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা মাদক উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সূত্র জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আঁধারমানিক বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ বেলাল চৌধুরী এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আঁধারমানিক বিওপির চিকনছড়া নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৩৪ হাজার টাকা।

অভিযান ও মাদক জব্দ করার বিষয়টি নিশ্চিত করে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানিয়েছেন, জব্দকৃত মাদকদ্রব্য নিকটস্থ ভূজপুর ও রামগড় থানায় সাধারণ ডায়েরি করে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে, যা পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ধ্বংস করা হবে।