১৮ দিন ধরে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার বন্ধ, ভোগান্তি - Southeast Asia Journal

১৮ দিন ধরে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার বন্ধ, ভোগান্তি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা দুই বছর ভারতের সঙ্গে বাংলাদেশের সব স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল মহামারি করোনা সংক্রমণের কারণে। চলতি মাসের ১ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশের সব স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত শুরু হয়। প্রায় ১৮ দিন পেরিয়ে গেলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে এখনো কোনো যাত্রী ভারত-বাংলাদেশে যাওয়া-আসা করতে পারছে না। এ রুট দিয়ে অন্তর্গমন ও বহির্গমন এখনো শুরু না হওয়ায় ভিসা নিয়েও ভোগান্তিতে পড়েছেন দুই দেশের যাত্রীরা।

চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্র কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাননি বলে ভারত-বাংলাদেশের যাতায়াতকারী ভিসাধারীকে অনুমতি দিতে পারছেন না। এদিকে ভারতের কৈলাশহরের মনু স্থল-অভিবাসন কেন্দ্রে বাংলাদেশি ভিসাধারী যাত্রীরা অপেক্ষা করলেও চাতলাপুর অভিবাসন কেন্দ্র তাঁদের গ্রহণ করছে না। এতে ভারতগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভিসা পেয়ে ভারতগামী যাত্রীরা সোনালী ব্যাংকে ভ্রমণ কর দিয়ে এ চেকপোস্টে গেলেও চাতলাপুর অভিবাসন কর্মকর্তা তাদের ভারতে যেতে দিচ্ছেন না। ভারতের সাথে বাংলাদেশের অন্যান্য সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রীরা ভারতে যেতে পারলেও শুধু এ পথ দিয়ে আন্তর্গমন ও বহির্গমন এখনো শুরু হয়নি।

সম্প্রতি ভারতের হাইকমিশনের সিলেট ভিসা কেন্দ্র থেকে চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে ভারতে যাতায়াতের ভিসা পেয়েছিলেন ব্যবসায়ী আব্দুস শুকুর। তিনি বলেন, ‘দেশের সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রীরা ভারতে যেতে পারছেন। ব্যাংকে ভ্রমণ কর জমা দিয়ে চেকপোস্টে গেলে চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র কর্তৃপক্ষ ভারতে যেতে দেননি। তাই এ রুট দিয়ে ভারতের কৈলাশহরে যেতে পারছি না। শুধু এ পথে ভারতে যেতে দেওয়া হচ্ছে না। ‘

চাতলাপুর রুটের ভারতস্থ কৈলাশহর মনু অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা নিরঞ্জন মজুমদার জানান, বাংলাদেশের সাথে সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে দুই দেশের ভিসাধারী যাত্রী যাতায়াত শুরু হয়েছে। তাই প্রতিদিন তাদের অভিবাসন কেন্দ্রে বাংলাদেশী ভিসাধারী যাত্রী আসছেন। কিন্তু চাতলাপুর অভিবাসন কেন্দ্র গ্রহণ করবেনা বলে জানানো হয়। এ জন্য ভারত থেকে বাংলাদেশে বহির্গমণের অনুমতি দেওয়া হচ্ছে না।

চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্রের অভিবাসন কর্মকর্তা নাসিমুল ইসলাম জানান, এ পথে যাত্রী যাতায়াত শুরু করার কোনো নির্দেশনা তিনি পাননি। তাই কোনো যাত্রীকে তিনি বহির্গমণের অনুমতি দিচ্ছেন না, ভারতীয় যাত্রীদেরও গ্রহণ করছেন না।

মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, এটি ইমিগ্রেশন এবং সংশ্লিষ্ট বিভাগের বিষয়। চাতলাপুর স্থলবন্দর দিয়ে অনুমতি না দেওয়ায় এ পথ দিয়ে যাতায়াত ইচ্ছুক যাত্রীরা অপেক্ষায় রয়েছেন। দ্রত কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে এ পথ দিয়ে যাতায়াত ইচ্ছুক যাত্রীদের ভোগান্তি কমবে।