রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ যুবক

নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে এপিবিএন-১৪ এর সদস্যরা। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে লম্বাশিয়া ক্যাম্পে ওয়ান ইস্টে অভিযান চালিয়ে দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ক্যাম্প ওয়ান ইস্টের মো. সলিম উল্লাহর ছেলে মোহাম্মদ ওমর (১৮) ও একই ক্যাম্পের নুর হাসেমের ছেলে মো. শফিক আহমেদ (২৫)। পরে তাদের নিকট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মিয়ানমারের ইয়াবা ডন খ্যাত চিহ্নিত মাদক পাচারকারী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।