বিপর্যয় কাটাতে শ্রীলঙ্কাকে আইএমএফের তিন পরামর্শ - Southeast Asia Journal

বিপর্যয় কাটাতে শ্রীলঙ্কাকে আইএমএফের তিন পরামর্শ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য শ্রীলঙ্কা চায় অর্থ সহায়তা। কিন্তু, শ্রীলঙ্কাকে আইএমএফ বলেছে, আর্থিক নীতিমালা জোরালো করা, কর আদায় বাড়ানো এবং সহজ বিনিময় হার নির্ধারণের মাধ্যমে বিপর্যয় কাটাতে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ডয়চে ভেলে।

দু’কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা এমনিতেই ঋণে জর্জরিত। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার সীমা ছাড়িয়েছে বহু আগে। জ্বালানি সংকট এত চরমে যে হাসপাতালে রোগীর চিকিৎসা চালানোও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসের পদত্যাগ এবং দেশে স্বাভাবিক অবস্থা ফেরানোর জন্য দ্রুত, কার্যকর পদক্ষেপ দাবি করছেন। অন্যদিকে রাজাপাকসে সরকার পরিস্থিতি পরিবর্তনের জন্য চাইছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক সহায়তা।

গত সপ্তাহে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ), বিশ্ব ব্যাংক ও ভারতসহ বিভিন্ন দেশের সাথে আর্থিক সহায়তার বিষয়ে আলোচনার করেছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি।

ওয়াশিংটনে গিয়েছিলেন কিন্তু আলোচনার মাধ্যমে খুব বড় কোনো সহায়তার আশ্বাস পাননি আলি সাবরি। মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আনে-মারি গুল্ডে-ভোল্ফ-ও শোনাননি কোনো আশার বাণী। বরং আরো অর্থনৈতিক সহায়তা শ্রীলঙ্কার ঋণ-নির্ভরতা স্থায়ী করতে পারে- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে হলে শ্রীলঙ্কাকে কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি আরো বলেন, ‘এছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আর্থিক নীতিমালা জোরালো করতে হবে। পাশাপাশি এক্সচেঞ্জ রেট শিথিল করাও প্রয়োজন বলে মনে হচ্ছে।’