ভারত থেকে পালিয়ে উখিয়ার শিবিরে আরও সাত রোহিঙ্গা
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সাতজন রোহিঙ্গা। গতকাল শনিবার কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবির থেকে তাদের আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এরপর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের মাধ্যমে তাদের কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক আজ রোববার প্রথম আলোকে বলেন, উখিয়া উপজেলার লম্বাশিয়া আশ্রয়শিবিরের বাসিন্দা আসাদ জামানের ঘর থেকে এক পরিবারের তিনজন ও আবুল কাশেমের ঘর থেকে আরেক পরিবারের চারজনকে উদ্ধার করা হয়। তারা ভারতের জম্মু-কাশ্মীর রোহিঙ্গা ক্যাম্প থেকে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দুই পরিবারের এ সাত সদস্য হলো—সাজান (২২), তার স্ত্রী হামিদা বেগম (২১), ছেলে ইব্রাহিম (৩) ও মোহাম্মদ তাহির (৩৩), তার স্ত্রী আনোয়ার কলিমা (২৫), মেয়ে সাইমা (৫) ও রমিনা (২)।
আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের বরাত দিয়ে এপিবিএনের কর্মকর্তা নাঈমুল হক জানান, দালালের মাধ্যমে এ রোহিঙ্গারা ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা বাসে উখিয়ায় আসে। ভারতের জম্মু-কাশ্মীর রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালাতে তাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল।
নাঈমুল হক বলেন, আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের উদ্ধারের বিষয়টি নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে জানানো হয়েছে। এরপর গতকাল সন্ধ্যায় ওই দুই পরিবারকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এ বিষয়ে ব্যবস্থা নেবে।