সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: উদ্ধারকাজে যোগ দিচ্ছে সেনাবাহিনী - Southeast Asia Journal

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: উদ্ধারকাজে যোগ দিচ্ছে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন গেলো ১২ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে অগ্নিনির্বাপন ও উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছে সেনাবাহিনী।

রবিবার (৫ জুন) সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ তথ্য জানান।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে সেনাবাহিনীর একটি দক্ষ টিম আসছে। এই টিমে দেড়শ থেকে দুইশ সেনা সদস্য থাকবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে এসে পৌঁছাবে।’