সুস্থ সন্তান প্রসব করেছেন জিওসি’র নির্দেশে হেলিকপ্টারে সিএমএইচে আনা জতনি তংচঙ্গা - Southeast Asia Journal

সুস্থ সন্তান প্রসব করেছেন জিওসি’র নির্দেশে হেলিকপ্টারে সিএমএইচে আনা জতনি তংচঙ্গা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিবিশন ও চট্রগ্রাম এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ২৯ এপ্রিল সোমবার রাঙ্গামাটি জেলার জুড়াছড়ি উপজেলার দূর্গম প্রত্যন্ত এলাকা বগাখালী হতে জতনি তংচঙ্গা নামে একজন উপজাতি মুমূর্ষ প্রসূতি নারীকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ৩০ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিটে সুস্থভাবেই একটি কন্যা সন্তান প্রসব করেছেন এই উপজাতি নারী।

প্রসব বেদনায় চারদিন কাঁতরালেও সামরিক হাসপাতালে চিকিৎসা শুরুর ১৫ ঘণ্টার মধ্যেই তিনি স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন। ২৪ পদাতিক ডিভিশন সূত্রে জানা যায়, জতনি তংচঙ্গা এখন পুরোপুরি শঙ্কামুক্ত। মা-মেয়ে দুজনই সুস্থ আছে। তিন-চার দিনের মধ্যেই তারা সুস্থ্যভাবেই বাড়ি ফিরতে পারবেন।

জানা গেছে, জতনি তংচঙ্গার সঙ্গে হাসপাতালে আছেন বগাখালি ইউনিয়ন পরিষদ সদস্য তালাচোগা তংচঙ্গা। তিনি জানান, জতনি তংচঙ্গার দু’টি ছেলে আছে। এখন তার কন্যা সন্তান হয়েছে। সবাই সুস্থ থাকায় তাদের পরিবারের অন্য সদস্যরা খুব খুশি। সেনাবাহিনী এভাবে মানবতার ডাকে সাড়া না দিলে প্রসব যন্ত্রণায় জননীর মৃত্যুও হতে পারতো। এইজন্য সেনাবাহিনীকে ধন্যবাদও দেন স্থানীয় এই ইউপি সদস্য।

জতনি তংচঙ্গা রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার বগাখালী গ্রামের ঈশ্বরচন্দ্র তংচঙ্গার স্ত্রী। জানা যায়, এর আগে তিনি ৪ দিন যাবত প্রসব জনিত সম্যসায় কাতরাচ্ছিলেন। কিন্তু এলাকাটি অত্যন্ত দূর্গম এবং যোগাযোগ ও চিকিতসার সু-ব্যবস্থা না থাকায় সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হচ্ছিল না। সোমবার তাকে নিকটস্থ বগাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে আসে তার আত্নীয় স্বজনরা। পরে বিষয়টি মানবিক দৃষ্টিকোন হতে বিবেচনা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি এর নির্দেশনায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়।

এর আগেও গত বছরের ৩১ ডিসেম্বর তারিখে একই এলাকা হতে আরো এক জন প্রসূতি নারী সোনাপতি চাকমাকে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে সু-চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।