মহান মে দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নিউজ ডেস্কঃ
মহান মে দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করি।” এই শ্লোগানে সকালে খাগড়াছড়ি পৌরটাউন হল প্রাঙ্গন হতে স্থানীয় সংসদ সদস্য ও উপজাতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নের্তৃত্বে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের শাপলা চত্তর প্রদক্ষিন করে পুনরায় পৌর টাউন হলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা ডিউটির দাবীতে আন্দোলন করলে পুলিশ উক্ত আন্দোলনকারীদের গুলি করে ১১ জন শ্রমিককে হত্যা করে, পক্ষান্তরে ১ জন পুলিশ নিহত হলে তার দায় শ্রমিকদের উপর চাপিয়ে দিলে আদালত কতৃক ৭ জন শ্রমিককে ফাঁসি দেয়া হয়, পরবর্তিতে তারা নির্দোষ প্রমানিত হলে আদালত কর্তৃক মে দিবস পালনের নির্দেশ প্রদান করেন।
বর্তমান সরকার মালিক-শ্রমিক বৈষম্য নিরসনে কাজ করছে বলে উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই মালিক-শ্রমিক সমতায় দেশ এগিয়ে যাবে।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পৌর মেয়র মোঃ রফিকুর আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি মোঃ জানু সিকদার, খাগড়াছড়ি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।