রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল তিন বাড়ি, আহত ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে ঊনছিপ্রাংস্থ পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে বুধবার সকালে আগুন লেগেছে। এতে মসজিদসহ তিনটি বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুইজন।
আহতরা হলেন, মালেক ও জুবাইর।
ভুক্তভোগী সৈয়দুল মুস্তফা জানান, ক্যাম্পের বায়তুন নূর মসজিদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। এতে মসজিদ, ক্যাম্পের ডি ব্লকের ১৬৪৩, ১৬৪৫, ১৬৪৬ নাম্বার বাড়ি পুড়ে যায়।
আরেক ভুক্তভোগী নূর বাশার জানান, ক্যাম্পের বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় দুইজন আহত হন।