খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে চাকমা মহিলার লাশ উদ্ধার। - Southeast Asia Journal

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে চাকমা মহিলার লাশ উদ্ধার।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বুইক্ক্যাছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক চাকমা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে নাগরি চাকমা (৩৮) নামে মহিলার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের বুইক্কাছড়ার মুরইল্ল্যা চাকমার স্ত্রী।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে তিনি নিজে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে দুর্গম ওই পাহাড়ি এলাকায় গিয়ে মহিলার মরদেহ উদ্ধার করেন। উপজেলা সদর থেকে প্রায় ১০ কি.মি. দূরবর্তী ওই এলাকায় পায়ে হেঁটে যেতে হয়েছে।

ওসি বলেন, বৃহস্পতিবার গরু চরাতে গিয়ে ওই মহিলা আর বাড়ি ফিরেনি। স্বজনরা বহু খোঁজাখুঁজির পর দুল্ল্যাতলী ইউনিয়নের জনবসতিহীন গহীণ জঙ্গলের ভিতর মহিলার মৃতদেহের সন্ধান পান।

তিনি আরও বলেন, কিভাবে এবং কারা তাকে হত্যা করেছে এখনও তা স্পষ্ট নয়। ওসি জানান, ঐ এলাকাটি ইউপিডিএফ’র নিয়ন্ত্রিত।

ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

You may have missed