রাঙ্গামাটিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটিতে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় বলে জানা গেছে। এসময় তার দেহ তল্লাশী করে ৩০ পিস ইয়াবাভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, আজিজ এলাকায় চিহ্নিত মাদক সম্রাট হিসেবে পরিচিত, এর আগেও বেশ কয়েকবার তাকে মাদকসহ আটক করা হলেও আদালত থেকে জামিন নিয়ে সে পুনরায় একই পেশায় ফিরে আসে।