খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র প্রতিষ্ঠাতা সভাপতি বর্মার ১ম মৃত্যুবার্ষিকী পালন
![]()
নিউজ ডেস্কঃ
ইউপিডিএফ (গনতান্ত্রিক)’র প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার ১ম মৃত্যুবার্ষিকী পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
৪ঠা মে খাগড়াছড়ি সদরস্থ তেতুল তলায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীগণ সংগঠনটির বর্মাকে স্মরণ করেন।

এসময় ইউপিডিএফ (গনতান্ত্রিক)’র বর্তমান সভাপতি জালোয়া চাকমা তরুসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস (সংস্কার)এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শক্তিমান চাকমাকে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক হত্যার পর তার শেষকৃত্যে যোগ দিতে যাবার পথে মহালছড়ি-নানিয়ারচর রোডের কেরেঙ্গাতলী নামক স্থানে পুনরায় উক্ত সশস্ত্র সন্ত্রাসীরা বেপরোয়া গুলিবর্ষণ করলে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা বর্মাসহ ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।