ম্রো জাতির প্রথম কলেজ প্রভাষক থংপ্রে ম্রো - Southeast Asia Journal

ম্রো জাতির প্রথম কলেজ প্রভাষক থংপ্রে ম্রো

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন ও বান্দরবান জেলার ২য় বৃহত্তম জাতি ম্রো। তাছাড়া রাঙ্গামাটির কিছু কিছু স্থানেও ম্রোদের বসবাস রয়েছে।

সবচেয়ে প্রাচীন এই জাতির মধ্যে থথেকে প্রথম কলেজ প্রভাষক হিসেবে সম্প্রতি থানছি কলেজে নিয়োগ পেয়েছেন থংপ্রে ম্রো।

থংপ্রে ম্রো বান্দরবান পার্বত্য জেলার থানছি উপজেলার ঙিরিংচ্য পাড়ার বাসিন্দা এবং খ্রীষ্টান ধর্মের অনুসারী।

স্কুল জীবনে সবচেয়ে মেধাবী থংপ্রে ২০১০ সালে ম্রো অাবাসিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। এরপর ২০১২ সালে ডুলুহাজরা ডিগ্রী কলেজ থেকে একই বিভাগ হতে এইচএসসি পাশ করেন। সর্বশেষ ২০১৬ সালে থংপ্রে ম্রো সার্দান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি.এ পাশ করেন।

ম্রো জাতির মধ্যে থেকে প্রথমবারের মতো থংপ্রে ম্রো কলেজ প্রভাষক হওয়ায় উচ্ছসিত সেখানকার ম্রো জনগোষ্ঠী।
নিজ জাতির লোকজন মনে করেন, ম্রো জাতির জন্য সাফল্য ও ম্রো জাতিকে উজ্জ্বল করে গড়ে তুলবে থংপ্রে।