রাঙ্গামাটির কাউখালীতে পাহাড়ি-বাঙ্গালী সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীতে পাহাড়ী-বাঙ্গালী সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
৬ মে সোমবার সকাল ৮টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কচুখালীপাড়ার সিএনজি স্টেশনে পাহাড়ি-বাঙ্গালী সিএনজি ড্রাইভার এর মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা যায়।
ঘিলাছড়ির হাতেম আলীর ছেলে বাঙ্গালী অটো সিএনজি চালক মোঃ মোতালেব (২৮) পিতাঃ উল্টারাঙ্গিপাড়ার কৃঞ্চদয়া চাকমার ছেলে অটো সিএনজি চালক নামঃ সুবাস চাকমা (২৭)র মধ্যে সিএনজি পরিচালনা নিয়ে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে বাঙ্গালী অটো সিএনজি চালক মোঃ মোতালেব ও পাহাড়ী অটো সিএনজি চালক সুবাস চাকমার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সুবাস চাকমা আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙ্গালী সিএনজি চালকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কাউখালীতে আজ সাপ্তাহিক হাটবাজার থাকায় বাজারে আসা পাহাড়িরা এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত বাজার ত্যাগ করে চলে যেতে থাকে৷
পাহাড়ি-বাঙ্গালী সিএনজি চালকের মধ্যকার সংঘর্ষের খবর পেয়ে কাউখালী আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনার স্থান কচুখালী যায় এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে। বর্তমানে উক্ত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের অবস্থান রয়েছে। এই মূহুর্তে পরিস্থিতি স্বাভাবিক অাছে বলেও জানা গেছে।
এদিকে দুই চালকের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষ ও উত্তেজনা সমাধান করতে কাউখালী আর্মি ক্যাম্পে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।