লংগদুর মেয়ে লতিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক - Southeast Asia Journal

লংগদুর মেয়ে লতিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার কৃতি সন্তান লতিফা ইয়াসমিন (সোমা) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

পার্বত্যবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভুষিত হচ্ছেন নতুন এ বিশ্ববিদ্যালয় প্রভাষক। লতিফা ইয়াসমিন সোমার বাড়ি লংগদু সদরে।

লতিফা ইয়াসমিন কলেজ, ভার্সিটির লাইফে অন্যতম মেধাবী ছাত্রী হিসেবে বেশ সু-পরিচিত।

লতিফা ইয়াসমিন সোমা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে নিয়োগ পাওয়ায় লংগদুতে তার প্রতিবেশী, আত্বীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার প্রকাশ পাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রভাষক লতিফার এক প্রতিবেশি আলমগীর জানান, ছোট্টবেলা থেকেই ইয়াসমিন লেখাপড়াই ছিল অত্যন্ত মেধাবী। সে স্বপ্নই ছিল একদিন সে অনেক বড় হবে। সে তার কাংক্ষিত লক্ষার্যনে সফল হয়েছে। পাহাড়ের প্রতিটা ছাত্র ছাত্রী যেন তার থেকে শিক্ষা নিয়ে জীবন গঠনে লক্ষ নির্ধারণ করে। মাদক ও নেশা থেকে দুরে থেকে ভাল পড়ালেখা করলেই জীবনে সফল হওয়া সম্ভব। লতিফা ইয়াসমিন সোমা’ই তার উজ্জল দৃষ্টান্ত।