ইউপিডিএফ-জেএসএস নিষিদ্ধ ও শান্তিচুক্তির পূর্নবাস্তবায়ন চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনীতিতে প্রসীত পন্থি ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে নিষিদ্ধ ও ১৯৯৭ সালে সরকারের সাথে সম্পাদিত শান্তিচুক্তির পূর্ণবাস্তবায়ন চায় পাহাড়ের অপর আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
৭ মে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের আল-আমিন হোটেলের হল রুমে ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি দাবি করেন সংগঠনটির নেতারা।

লিখিত বক্তব্যে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র বর্তমান সভাপতি জালোয়া চাকমা তরু আঞ্চলিক দলগুলোর মধ্যে সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রসীত পন্থি ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস পার্বত্য অঞ্চলে অস্ত্রের সাহায্যে খুন, অপহরন, চাদাবাজি, ধর্ষনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড প্রতিনিয়তই ঘটিয়ে আসছে যা পার্বত্য অঞ্চলকে দিনের পর দিন অস্থিতিশীল করে তুলছে। পার্বত্য চট্টগ্রামে শান্তির পরিবেশ বজায় রাখতে ইউপিডিএফ ও জেএসএস’র সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান।
শান্তিচুক্তির বিষয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি আনয়নের জন্য সম্পাদিত শান্তিচুক্তি পূর্নবাস্তবায়ন করতে হলে সরকারের প্রতি পাহাড়ী জনগণকে সহযোগীতামূলক আচরণ প্রদর্শন করতে হবে, এসময় তিনি শান্তিচুক্তির পূর্নবাস্তবায়নের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র পক্ষ হতে সরকারকে সব ধরণের সহায়তারও আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতি জালোয়া চাকমা তরু, সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা ছাড়াও সংগঠনটির নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।