রামগড় স্থল বন্দরের পাশে সংযোগ সড়ক নির্মানের স্থান পরিদর্শন ও আলোচনা সভা - Southeast Asia Journal

রামগড় স্থল বন্দরের পাশে সংযোগ সড়ক নির্মানের স্থান পরিদর্শন ও আলোচনা সভা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির রামগড়ে নির্মিতব্য স্থল বন্দরে ভারতীয় অর্থায়নে নির্মিত সাব্রুম মৈত্রী সেতুর রামগড় -ফেনী প্রধান সড়কের সাথে সংযোগ রাস্তা নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে ভারতের পক্ষে টিম লিডার এ.কে আচারীয়া, ইঞ্জিনিয়ার আশীষ দও, কোয়ালিটি সার্ভেয়ার হারাধন দত্তসহ ৭ জন এবং বাংলাদেশের পক্ষে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতসহ ৫ জন উক্ত পরিদর্শন ও আলোচনায় অংশ নেন।

জানা গেছে, প্রধান সড়কের সাথে মৈত্রী সেতু সংযোগ স্থানে স্থানীয় মনির আহমেদের স্ত্রী নূরবানু বেগমের (৪০) একটি বসত বাড়ী রয়েছে। তিনি মোট ৩২ শতক জায়গার ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় জায়গা ছাড়তে অস্বীকৃতি জানান, তবে খাগড়াছড়ি জেলা প্রশাসন তাদেরকে উক্ত স্থান উন্মুক্ত করতে ৭ দিনের সময় দিয়েছেন।