কক্সবাজারে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১
![]()
নিউজ ডেস্কঃ
কক্সবাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ ফখরুদ্দিন (৩০) নামে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ফখরুদ্দিন কক্সবাজারের রামুর পূর্ব জোয়ারিয়ানালার মো. শহিদুল্লাহর ছেলে ।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, একজন ব্যবসায়ী সিএনজিযোগে ইয়াবা নিয়ে কক্সবাজার শহরের দিকে আসছে- এমন সংবাদে বাঁকখালী ব্রিজের পশ্চিম পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব। র্যাবের তল্লাশিকালে রামু থেকে একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টের কাছে আসলে থামানোর সংকেত দেয়া হয়। তখন পালিয়ে যাওয়ার সময় ফখরুদ্দিনকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ২ হাজার ২৩০ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।