কক্সবাজারে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে বৃহস্পতিবার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
কক্সবাজার র্যাব-১৫ ব্যাটালিয়নের কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ভোরে ঝাউবন এলাকায় র্যাবের অবস্থান টের পেয়ে তারা গুলি ছোঁড়ে। এতে র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।