ওদের কাছে স্বজাতির প্রাণের মূল্য নেই.... - Southeast Asia Journal

ওদের কাছে স্বজাতির প্রাণের মূল্য নেই….

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

ঘটনাটি গতকালের। খাগড়াছড়ির দীঘিনালা নন্দপাল ভান্তের জন্মদিনের অনুষ্ঠান শেষে দুইটি সিএনজিতে করে ভান্তে-শ্রামণ রাঙ্গামাটিতে ফিরছিল। নানিয়ারচর বেতছড়ির ১৮ মাইল নামক স্থানে পৌঁছালে সামনের সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রামণের মৃত্যু হয়। আহত হয় আরও ৩ জন। কিন্তু পেছনের সিএনজিতে থাকা ভান্তেরা তাদেরকে উদ্ধার না করেই পাশ কাটিয়ে চলে যায়। এমনকি মৃত শ্রামনের বডিও রাস্তায় ফেলে রেখে যায়। তারা যাওয়ার সময় পথিমধ্যে ২ জন হোন্ডা চালককে বলেছিল, আমাদের একটা ব্যাগ পড়ে গিয়েছে। দয়াকরে একটু দেখে আসুন এই বলে তারা রওয়ানা দেয়। ভাগ্যিস হোন্ডা চালকরা ছিল। তারা তাড়াতাড়ি গিয়ে শ্রামণের লাশ দেখতে পেয়ে এলাকার মানুষকে খবর দেয় এবং সিএনজির চালককে ধরে ফেলে। তাৎক্ষনিকভাবে শ্রামনের পরিচয় পাওয়া যায়নি। সিএনজি ড্রাইভারের মতে, তারা দীঘিনালা থেকে আসছিল। পরে শ্রামণের লাশটি রাস্তার পাশ থেকে উদ্ধার করে ১৮ মাইলের স্থানীয় বৌদ্ধবিহারের রাখা হয় হোন্ডা চালকদের সহযোগিতায়।

স্থানীয়দের প্রশ্ন, কি রকম কান্ডজ্ঞানহীন ভান্তে তারা? একই সহযাত্রীদের এহেন দুর্ঘটনার পরও কিভাবে তারা তাদের উদ্ধার না করে চলে যেতে পারলো? তাদের কাছে কি স্বজাতির প্রাণের মূ্ল্য নেই?