মাটিরাঙ্গায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মতবিনিময় সভা ও সমন্বয় আলোচনা করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
শনিবার সকালে মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি, তাইন্দং ইউনিয়ন, বগা পাড়া, স্বর্বশ্ব পাড়া, মনিদশ পাড়া, আছলং মুখ পাড়া, হেডম্যান পাড়া, তালুকদার পাড়া, দেওয়ান পাড়া, মাস্টার পাড়া এবং কদমতলী এলাকাবাসী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও কার্বারীদের সাথে মতবিনিময় ও সমন্বয় আলোচনা সভা আয়োজন করা হয়।
দেওয়ান পাড়ার কার্বারী শ্রী সুকেন্দ্র লাল চাকমার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগাপাড়ার কার্বারী বিনয় চাকমা, তালকদার পাড়ার কার্বারী আলো কৃত চাকমা, মাষ্টার পাড়ার কার্বারি সন্তোষ চাকমা প্রমুখ।
