হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী, প্রসীত পন্থি ইউপিডিএফ নেতা শান্তি জীবন চাকমা কি পারবেন পানছড়িবাসীর ভাগ্য পরিবর্তন করতে?
![]()
নিউজ ডেস্কঃ
প্রসীত পন্থি ইউপিডিএফ নেতা শান্তি জীবন চাকমা, যিনি হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। তিনি পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়ী হবার পর থেকে পানছড়িবাসীর মাঝে শুরু হয়েছে চাপা গুঞ্জন আর আতঙ্ক।
আগামী ১৯ মে তিনি দায়িত্ব নিবেন কিন্তু এরই মাঝে শুরু হয়েছে সাধারন গ্রামবাসীদের ইচ্ছার বিরুদ্ধে তার পক্ষে যেন সমর্থন দেখানোর জন্য শো-ডাউন করার প্রস্তুতি। কেন এই লোক দেখানো গণ সমাবেশ? সচেতন মহল মনে করছে ইউপিডিএফ’র পেশী শক্তির জোরে নয়, জনগনের জন্য কাজ করে মন জয় করুক এই নব নির্বাচিত চেয়ারম্যান। দীর্ঘদিন প্রসীত পন্থি ইউপিডিএফ’র সাথে সম্পৃক্ত থেকে গত ১৮ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শান্তি জীবন চাকমা উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হন।
একধরণের দ্বিধাদন্দ্বের মাঝে পানছড়িবাসীর মনের আশঙ্কা, ঐ উপজেলার জনগনের জীবন যাত্রার মান উন্নয়ন ও কল্যাণে তারা সদ্য নির্বাচিত প্রসীত পন্থি ইউপিডিএফ চেয়ারম্যান এর নিকট হতে হয়তোবা কল্যাণকর ও ইতিবাচক সহযোগীতা পাবেন না।
এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, শান্তি জীবন চাকমার অতীত বিভিন্ন অপরাধমূলক তৎপরতা এবং প্রসীত পন্থি ইউপিডিএফ’র সংশ্লিষ্টতা থাকায় সাধারন জনমনে এক ধরনের ভীতি বিরাজ করছে।
সরেজমিনে অনুসন্ধানে আরো জানা যায়, শান্তি জীবন চাকমার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী এবং অন্যান্য সন্ত্রাসীমূলক কার্যক্রমের কারণে খাগড়াছড়ি সদর থানায় দুইটি মামলা নং ০৪, তারিখ ০৭ মার্চ ২০১৮, ধারা ১৪৭/১৪৮/৩৩২/১৪৯/৩০৭/৩৩৩ এবং মামলা নং ০৭ তারিখ ২১ মার্চ ২০১৮ ধারা ১৪৩/৩২৩/৩৪১/৪৩৫/৪২৭ এবং পানছড়ি থানায় একটি মামলা নং ০১ তারিখ ০৯ ফেব্রুযারি ২০১৯ ধারা ৩০২/৩৪ সহ অসংখ্য মামলা রয়েছে।
সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ ও বিবেচনায় এখন প্রশ্ন হচ্ছে, হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী প্রসীত পন্থি ইউপিডিএফ নেতা শান্তি জীবন চাকমা কি পারবেন পানছড়িবাসীর ভাগ্য পরিবর্তন করতে? নাকি তিনিও লক্ষীছড়ি উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার ন্যায় সাধারন জনগনকে নানা ভোগান্তি ও বিড়ম্বনার স্বীকার হতে বাধ্য করবেন।