রোহিঙ্গা ইস্যুতে চীন গঠনমূলক ভূমিকা রাখবে: রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো - Southeast Asia Journal

রোহিঙ্গা ইস্যুতে চীন গঠনমূলক ভূমিকা রাখবে: রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রোহিঙ্গা সংকট সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকে চীনা রাষ্ট্রদূত এ প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট তুলে ধরে চীনের শক্ত ভূমিকা নেয়ার জন্য আহ্বান জানান। এ সময় চীনা রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। চীন এ সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। আর উগ্রবাদী গোষ্ঠীও এ সংকটের সুযোগ নিতে পারে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

You may have missed