চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের রামগড় স্থলবন্দর পরিদর্শন - Southeast Asia Journal

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের রামগড় স্থলবন্দর পরিদর্শন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান।

শুক্রবার (১৭ মে) দুপুরে বন্দর এলাকা পরিদর্শনকালে কমিশনার ফেনী নদীতে নির্মিত মৈত্রী সেতু-১ ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের বন্দরগুলোর উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রামগড় স্থলবন্দরের উন্নয়নেও সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই এ বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও এর নিরাপত্তায় পদক্ষেপ নেয়া হবে। বন্দরের জন্য জমি অধিগ্রহনের সময় যে জায়গা প্রয়োজন শুধুমাত্র সেই জায়গা অধিগ্রহন করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুস চাহেল তস্তরী, ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবীর, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অফিসার ইনচার্জ তারেক মো: আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।