লংগদুতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

লংগদুতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটির লংগদুতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে লংগদু উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে উপজেলা মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশ্রাফ অালী খান খসরু।

রাঙামাটি জেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) এর উদ্যোগে লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর ম্যানেজার আসাদুজ্জামান, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

এসময় লংগদু উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মৎসজীবিরা সদস্যরা উপস্থিত ছিলেন।