বরকলে নৌ দূর্ঘটনায় সাবেক উপমন্ত্রীর ভাই নিখোঁজ - Southeast Asia Journal

বরকলে নৌ দূর্ঘটনায় সাবেক উপমন্ত্রীর ভাই নিখোঁজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটির বরকলে নৌ দূর্ঘটনায় সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানের এক ভাই নিখোঁজ ও অপর এক ভাই আহত হয়েছেন।

শুক্রবার বরকল উপজেলার সুভলং ইউনিয়নের মাইসছড়ি নামক এলাকায় বরকল থেকে রাঙ্গামাটি গামী একটি দেশীয় ট্রলার বোট ও রাঙ্গামাটি থেকে বরকল গামী আসা এক ট্রলার বোটের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ নৌ দূর্ঘটনায় উপজেলার বড় হরিনা ইউনিয়নের বড়হরিনা মুখ গ্রামের মৃত প্রবীর চন্দ্র দেওয়ানের পুত্র উত্তম কুমার দেওয়ান (৪৮) আঘাত পেয়ে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় তার সাথে থাকা তার এক বড় ভাই অথিতি দেওয়ান (৫৫) গুরুতর আহত হয়। আক্রান্ত হওয়া ট্রলারে থাকা অন্য ৫জন যাত্রী কোনমতে প্রানে বেঁচে যায়। আহত অথিতি দেওয়ান কে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখোঁজ উত্তম কুমার দেওয়ান ও আহত অথিতি দেওয়ান সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানের ভাই।

বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা জানান, বোনের অসুস্থতা ও হাসপাতালে ভর্তি জেনে বোন কে দেখার জন্য ছোট্ট ট্রলার বোট ভাড়া করে তার ইউনিয়নের বাসিন্দা উত্তম কুমার চাকমা তার বড় ভাই অথিতি দেওয়ান সহ এলাকার আরো ৫জন যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশ্যেই যাওয়ার সময় সুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় রাঙামাটি থেকে বরকলগামী আসা একটি মালবাহী ট্রলার বোটের সাথে মুখোমুখী সংঘর্ষে উত্তম কুমার দেওয়ান আঘাত পেয়ে পানিতে পড়ে যায়। আর তার বড় ভাই অথিতি দেওয়ান গুরুতর আহত হন।

বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান ঘটনার সত্যটা নিশ্চিত করে জানান- ঘটনাস্থলে নিখোঁজ উত্তম কুমার দেওয়ানকে খুঁজে পাওয়ার জন্য নদীতে ডুবুরী দিয়ে তল্লাসী করা হচ্ছে।