বান্দরবানে সাধনা বন কুঠিরের উদ্বোধন - Southeast Asia Journal

বান্দরবানে সাধনা বন কুঠিরের উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

বান্দরবান সদরে নবনির্মিত সাধনা বন কুটিরের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা সদরের বালাঘাটা লেমুঝিড়ি গুণমনি মহাজন তঞ্চঙ্গ্যা পাড়ায় নবনির্মিত সাধনা বন কুটির ও বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করে পূণ্যানুষ্ঠানে যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, ভিক্ষুসংঘ, কুটিরের পরিচালক সোপাক ভান্তেসহ বৌদ্ধ ধর্মালম্বী তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫৫ লক্ষ টাকা ব্যয়ে বন কুঠিরে ভাবনা কুঠিরের উদ্বোধন ও বন কুঠিরে প্রবেশের সড়ক ও একটি কালভার্টের উদ্বোধন করেন।

পরে বন কুটিরে বৌদ্ধ ধর্মালম্বী তঞ্চঙ্গ্যাদের ধর্মীয় পূণ্যানুষ্ঠানে যোগ দেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংএমপি।