বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ’লীগ নেতা নিহত
![]()

নিউজ ডেস্কঃ
বান্দরবানে সন্ত্রীদের গুলিতে এক আ’লীগ নেতা নিহত হয়েছে। জেলা সদরের রাজবিলা ইউনিয়নের ৪ নং রাবার বাগান এলাকায় শনিবার রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে । নিহত ব্যাক্তির নাম ক্য চিং থোয়াই মারমা (২৭) ।
এলাকাবাসী জানান নিহত ক্য চিং কে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয় । সে আওমালীগ সমর্থন করে বলে তাকে হত্যা করে বলে জানায় এলাকাবাসী। তার বুকে ও পিঠে গুলির দাগ রয়েছে বলে জানিয়েছেন প্রত্যেক্ষদর্শীরা।
স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা কিছু দিন আগে একই এলাকার জয়মনি তংচঙ্গাকে গুলি করে হত্যা করে। একটা সন্ত্রাসী গ্রুপ কিছু দিন ধরে এই হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর ।
এই ঘটনায় রাজবিলা ইউনিয়নের ৪ নং রাভার বাগান এলাকার পাড়াবাসীর মধ্য আতঙ্ক তৈরি হয়েছে । আর এই সব হত্যাকান্ডে জে এস এস (জনসংহতি) সমিতির হাত রয়েছে বলে অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দদের ।
শনিবার রাত ২ টার দিকে একদল সন্ত্রাসী ক্য চিংকে ঘর থেকে তুলে নিয়ে যায়, তখন এলাকায় চিৎকার শুরু হলে ১ কিলোমিটার দূরে ৫ নং রাবার বাগান এলাকায় তার লাশ খুঁজে পায় লোকজন।
লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
রাজবিলা ইউনিয়নের চেয়াম্যান কে অং প্রু মারমা জানান, মুল ঘটনা হয়েছে রাজনীতিকে কেন্দ্র করে। তার পরিবার আওয়ামীলীগকে সমর্থন করে এবং তার ভাই ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।