পাহাড়ে সম্প্রদায় ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থা বৃদ্ধিকরণের লক্ষ্যে দীঘিনালায় বিইআই কর্তৃক উপজাতি নেতাদের সাথে মতবিনিময়
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সম্প্রদায় ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থা বৃদ্ধিকরণের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় উপজাতি নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনষ্টিটিউট (বিইআই)।
ইউরোপীয় ইউনিয়নের সহযোগীতায় ১৯ মে রবিবার দুপুর ১২টার দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালি বাস টার্মিনাল সংলগ্ন হোটেল ইউনিটির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিইআই এর ডেপুটি ডাইরেক্টর আশিষ বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়নের পরামর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ নিলয় রঞ্জন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান নবকমল চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বকল্যান চাকমাসহ উপজাতি নেতারা উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও বর্তমান বিরাজমান পরিস্থিতি সম্পর্কেও আলোচনা করা হয়।