রাঙ্গামাটিতে টাকা ধার না দেওয়ায় প্রসীত পন্থি ইউপিডিএফ চাঁদাবাজ কর্তৃক স্বজাতিকে কুপিয়ে জখম
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটি জেলার কাউখালিতে মাত্র ১ হাজার টাকা ধার না দেওয়ায় প্রসীত পন্থি ইউপিডিএফের এক চাঁদাবাজ কর্তৃক স্বজাতিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
১৯ মে রবিবার সন্ধ্যা ৬টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার পুরান পোয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র মতে জানা যায়, স্থানীয় ভানুরাম চাকমার পুত্র ও জাতীয় পার্টির কাউখালী উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক প্রশিক্ষণ চাকমা (৩৮) কে ইউপিডিএফ প্রসীত গ্রুপের চাঁদাবাজ রবিন চাকমা (৩৪) তার নিজ বাড়ীতে ডেকে নিয়ে ১হাজার টাকা ধার চাইলে প্রশিক্ষণ চাকমা টাকা দিতে রাজি না হওয়ায় রবিন চাকমা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় দা এর কোপে প্রশিক্ষন চাকমার ঘাড়ে দুটি কোপ লেগে প্রচুর রক্তপাত হয়।
পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় উপজাতীয় লোকজন আহত প্রশিক্ষণ চাকমাকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসেন। বর্তমানে প্রশিক্ষন চাকমা (৩৮) কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।