বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ
![]()
নিউজ ডেস্কঃ
বঙ্গোপসাগরে বাংলাদেশের নিয়ন্ত্রিত ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চলে প্রতিবছরের মতো এবারো ৬৫ দিন মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই ৬৫ দিন হলো ২০ মে থেকে ২৩ জুলাই।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এ ঘোষণা দেন।
তিনি বলেন, এখন সামদ্রিক মাছের প্রজনন সময়। তাই ডিমওয়ালা মাছের নিরাপদ পরিবেশ সৃষ্টিসহ মাছের মজুদ সংরক্ষণ, সুষ্ঠু ও বিজ্ঞান সম্মত সহনশীল আহরণ নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ১২টি জেলার ৪২ উপজেলার ৪ লাখ ১৪ হাজার ৭৮৪টি জেলে পরিবারের মাছ-আহরণ ব্যতিত বিকল্প আয়ের উৎস নেই। তাই এবারই প্রথম নিষিদ্ধকালীন ৬৫ দিনের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবার প্রতি মাসিক ৪০ কেজি করে মোট ৩৬ হাজার মেট্রিক টন চাল সহায়তা দেয়া হচ্ছে। ঈদের আগেই এ খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।