খাগড়াছড়িতে বিজিবির হাতে ভারতীয় মদসহ ৩ পলাতক আসামী আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবির হাতে ভারতীয় মদসহ ৩ পলাতক আসামী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে অভিযান পরিচালনা করে ৮৬ বোতল ভারতীয় মদসহ ৩ পলাতক আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রামগড় পৌরসভার অফিসটিলা থেকে ভারতীয় এসব মদসহ তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন, পৌরসভার শ্মশানটিলা এলাকার আব্দুল হাই এর পুত্র মোবারক হোসেন বাদশা (২৯), মোঃ শফিক উদ্দিন এর পুত্র মোঃ মাইন উদ্দিন (২৪) ও অফিসটিলা এলাকার মোঃ সেলিম মিয়ার পুত্র মোঃ রাসেল (২৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় পৌরসভাস্থ রামগড় বিওপির অফিসটিলা নামক স্থান হতে উক্ত ৩ জন পলাতক আসামীকে ৮৬ বোতল ভারতীয় মদসহ আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মদসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, রামগড় ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় কোন মাদক ও চোরাকারবারিকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। ভবিষ্যতেও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।