বান্দরবানে দেড়শ বছরের পুরনো খাজনা আদায় অনুষ্ঠান শুরু
নিউজ ডেস্ক
বান্দরবানে বোমাং সার্কেলের মৌজা প্রধান হেডম্যানদের বাৎসরিক জুম খাজনা আদায়ের অনুষ্ঠান ‘অলুংজাঃ পোয়ে’ শুরু হয়েছে। এটি প্রায় দেড়শ বছরের পুরনো অনুষ্ঠান। পাহাড়ের জুম চাষিরা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে হেডম্যানদের বাৎসরিক খাজনা ও উপঢৌকন দিয়ে থাকেন। পরে হেডম্যানরা এই খাজনা রাজাকে প্রদান করেন রাজপূণ্যাহ অনুষ্ঠানের মাধ্যমে।
১৮৭৫ সাল থেকে বোমাং সার্কেলে এই অনুষ্ঠানটির প্রচলন শুরু হয়। তবে কালের বিবর্তনে এটি এখন অনেকটাই বিলুপ্তির পথে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বোমাং সার্কেলের ৩৪০ নম্বর তারাছা মৌজায় মৌজা প্রধান উনিহ্লা মার্মা তার মৌজায় ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে দূর দূরান্তের জুম চাষি ও স্থানীয় পাহাড়িরা তাদের বাৎসরিক জুম খাজনা প্রদান করেন হেডম্যানের কাছে। এছাড়া বিভিন্ন উপঢৌকনও দেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এলাকার প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আব্দুল গফুর প্রমুখ।
উল্লেখ্য, অর্থনৈতিক সংকট ও করোনা পরিস্থিতির কারণে বান্দরবানে দীর্ঘ দুই বছর ধরে বোমাং সার্কেলের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী অনুষ্ঠান রাজপূণ্যাহ অনুষ্ঠিত হচ্ছে না।