পাচার ঠেকাতে রোহিঙ্গা আশ্রয় শিবিরে বসবে কাঁটাতারের বেড়া
![]()
ডেস্ক রিপোর্ট :
দেশে ফেরার আশা দেখতে না পেয়ে ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করছেন রোহিঙ্গারা। তাদের গন্তব্য, হয় সমদ্র পথে মালয়েশিয়া; না হয় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পাসপোর্ট নিয়ে অন্য দেশে চলে যাওয়া। যাদের বেশিরভাগই পাচারের শিকার হচ্ছেন।
কাজ দেয়ার কথা বলে ক্যাম্প থেকে কক্সবাজার নিয়ে গিয়ে এক রোহিঙ্গা মেয়েকে যৌন নির্যাতন করে দূর্বৃত্তরা। অনেক বাবা-মা তাদের নিখোঁজ কন্যাকে খুঁজে বেড়াচ্ছেন। বিয়ে, চাকরি কিংবা বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসহায় রোহিঙ্গাদের পাচার করছে একটি চক্র। যাদের কেউ কেউ ধরাও পড়েছে।
দালাল ধরে অবৈধভাবে পাসপোর্ট তৈরি করে অবৈধভাবে মালয়েশিয়া যাবার চেষ্টা করছেন রোহিঙ্গারা। গত ৩ মাসে সমুদ্র পথে পাচারের পথে ৫শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে প্রশাসন।
কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে তারা নিরাপদে নিজ দেশে সম্মানের সহিত যেতে পারবেন না, এছাড়া মানব পাচারকারীরা তাদেরকে নতুন স্বপ্ন দেখাচ্ছে যার ফলে তারা ক্যাম্প ছেড়ে পাচারকারীদের সাথে চলে যাচ্ছে।
কক্সবাজারেরের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, যারাই এ পাচারে জড়িত তাদেরকে আমরা সনাক্ত করেছি এবং তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল জানালেন, পাচার ঠেকাতে আশ্রয় শিবিরে কাঁটাতারের বেড়া দেয়া হবে। তবে, রোহিঙ্গাদের অন্য দেশে চলে যাওয়ায় সমস্যা দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।