যশোরে বিজিবির অভিযানে ৭ হাজার ৪শ পিস ইয়াবা জব্দ - Southeast Asia Journal

যশোরে বিজিবির অভিযানে ৭ হাজার ৪শ পিস ইয়াবা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোরের শার্শায় বাসে তল্লাশি চালিয়ে ইয়াবার একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আমড়াখালী বিজিবির একটি দল ইয়াবার চালানটি জব্দ করে।

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহনে করে ইয়াবার একটি চালান পাচার হচ্ছে বলে খবর পায় বিজিবি। এ সময় শার্শার নাভারণ মোড়ে বাসটি এলে এতে তল্লাশি চালানো হয়। একটি খালি সিটের নিচ থেকে ছয়টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৭ হাজার ৪শ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, ইয়াবার চালানটি ব্যাটালিয়নে জমা রাখা হবে। পরে এটি ধ্বংস করা হবে।