বৈদেশিক মিশনে মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর নামাজে জানাযা অনুষ্ঠিত - Southeast Asia Journal

বৈদেশিক মিশনে মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর নামাজে জানাযা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণকারী জাতিসংঘ শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুন উর রশিদের জানাজা বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা সেনানিবাসের আর্মি অ্যাভিয়েশন হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, জানাজায় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সব পদবির সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাসদস্যের মরদেহ নিজ বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে সামরিক মর্যাদায় দাফন করা হয়।

সেনাসদস্য মামুন কঙ্গো প্রজাতন্ত্রের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো ব্যানইঞ্জিনিয়ার-১৩ এ কর্মরত ছিলেন।

তিনি গত ২৩ ফেব্রুয়ারি হৃদরোগ জনিতকারণে লেভেল-১ হাসপাতাল, মুনিগীতে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গোমায় লেভেল-৩ হাসপাতাললে প্রেরণ করা হয় এবং সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, প্রয়াত সেনাসদস্যের মরদেহ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়।

এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২৩২ জন আহত এবং ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য প্রাণ বিসর্জন দিয়ে বিশ্ব শান্তিরক্ষার ইতিহাসে অম্লান হয়ে আছেন।

জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৯টি মিশনসহ মোট ১০টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে চলেছে।