খাগড়াছড়িতে নিরাপত্তাবাহিনীর অভিযানে প্রসীত পন্থি ইউপিডিএফ নেতা আটক
 

নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে নিরাপত্তাবাহিনীর অভিযানে প্রসীত পন্থি ইউপিডিএফ নেতা আটক করা হয়েছে।
সোমবার খাগড়াছড়ি সদর উপজেলার সাধুপাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর কয়েকজন নেতা ও তাদের ৪০/৫০ জন অনুসারী রাত্রীযাপন করবে এবং তারা একটি মিটিং করবে মর্মে তথ্য পাওয়া যায়। এ প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর জোন হতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনার সময় এলাকাবাসীর নিকট হতে জানতে পারে যে সেখানে ৫/৬ জন ইউপিডিএফ সদস্য মিটিং করার উদ্দেশ্যে অবস্থান করছিল। তবে সেনাবাহিনীর উপস্থিতি জানতে পেরে তারা পালিয়ে গেছে। পরবর্তীতে টহল দল উক্ত এলাকা হতে জেলা সদরের শিব মন্দির এলাকার মৃত কমলেন্দ্র খীসার ছেলে সুকিরন কান্তি খীসাকে আটক করে।
এ সময় তার নিকট হতে আদায়কৃত চাঁদার নগদ ১১ হাজার টাকা, ৩টি চাঁদা আদায়ের রশিদ, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যাদিসহ উক্ত সন্ত্রাসীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, ইউপিডিএফ (মূল) এর সদস্যরা বিভিন্ন স্থানে ভবিষ্যৎ পরিকল্পনা করছে মর্মে গোয়েন্দা তথ্য রয়েছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অত্র জোনের অপারেশন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুযায়ী অত্র জোন কর্তৃক অপারেশন পরিচালনা করা হলে উল্লেখিত ইউপিডিএফ (মূল) সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবমন্দির এলাকার একজন ইউপিডিএফ (মূল) নেতা। উক্ত কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং পরিকল্পনাকারীদের জোনের আওতাধীন এলাকায় কোন প্রকার অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবে না এবং এ ব্যাপারে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
