খাগড়াছড়িতে নারী সাংসদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
 
                 
নিউজ ডেস্কঃ
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দাড়িয়ে পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা কর্তৃক দেয়া বক্তব্যকে উগ্র, সাম্প্রদায়িক ও অসাংবিধানিক মিথ্যা, ভিত্তিহীন এবং উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্রের অংশ দাবি করে তা প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং নিজ সংসদীয় এলাকা ত্যাগের দাবি জানিয়ে খাগড়াছড়িতে ঝাড়ু ও প্রতিবাদ মিছিল করেছে পার্বত্য অধিকার ফোরাম।
শুক্রবার বাসন্তি চাকমার এলাকা ছাড়ার দাবি নিয়ে পার্বত্য অধিকার ফোরামের ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচির ফলে পর্যটকসহ হাজারো যাত্রী চরম দূর্ভোগের শিকার হয়েছেন। তবে অবরোধ চলাকালে বৃষ্টি নামলেও রাস্তা ছাড়েনি নেতাকর্মীরা।

এছাড়া বাসন্তি চাকমার এলাকা ত্যাগ, নিঃশর্ত কক্ষমা ও পদত্যাগের দাবিতে আগামী ৯ জুন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
এর আগে সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি ঝাড়ু মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মহাজন পাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় নেতাকর্মীরা বাসন্তী চাকমা এমপিকে এলাকা ছাড়ার দাবীতে বিকাল ৫টা পর্যন্ত সড়কে অবস্থান ও আগামী ৯ জুন রবিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচী হুমকি দেয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, মাটিরাঙা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সদস্য সচিব আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় সমন্বয়ক সাহাবুদ্দিন, সাদ্দাম হোসেন, খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এস এম হেলালসহ নেতৃবৃন্দ।
বক্তারা বাসন্তী চাকমাকে উগ্র সাম্প্রদায়িক আখ্যায়িত করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবীতে জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে উপর আঘাত করে এমপি বাসন্তী চাকমা শপথের লংঘন করেছেন।
এসময় তারা বলেন, গত ২৬শে ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা সংসদে দেওয়া বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত শতকারা ৫১ শতাংশ বাঙ্গালী সম্প্রদায় ও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অপবাদমূলক, মিথ্য ও বানোয়াট কল্পকাহিনী তুলে ধরেছেন। তার বক্তব্যের মূল অংশ ছিলো উগ্র সাম্প্রদায়িক।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি নতুন সংসদের প্রথম অধবেশনে মহান জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা তার জন্য নির্ধারিত স্বাগত বক্তব্যে পাহাড়ে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি এ অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনী ও পাহাড়ে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠীকে নিয়ে একটি বক্তব্য দিলে এর ৩ দিন পর তার উক্ত বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে গোটা পার্বত্য চট্টগ্রাম।
