চাকুরী জাতীয়করণের দাবীতে রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রকল্পের সহায়তায় ও পার্বত্য জেলা পরিষদের আওয়তায় স্থাপিত ২১০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও বিদ্যালয়গুলোর শিক্ষকগণের চাকুরী জাতীয়করণের গেজেট প্রকাশ না করায় উদ্বেগ প্রকাশ এবং গেজেট প্রকাশ করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়গুলোর শিক্ষকগণ।
শনিবার দুপুরে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ইউএনডিপি-সিএইচটিডিবি’র পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকদের এডহক কমিটি কর্তৃক আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, এডহক কমিটির আহবায়ক অরুন কুমার তংচঙ্গ্যা, সদস্য সচিব প্রশান্ত ত্রিপুরা, সদস্য উচহাই মারমা ও সুতিল কুমার তংচঙ্গ্যা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ২০১৭ সালে ২০ ফেব্রুয়ারী ২১০টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার পর ২ বছরের অধিক সময় অতিবাহিত হলেও এইসব বিদ্যালয়ে কর্মরত ৮৪০ জন শিক্ষকদের চাকুরী এখনো পর্যন্ত জাতীয়করণ করা হয়নি। তাই জাতীয়করণকৃত ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের চাকুরী জাতীয়করণের গেজেট প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।