রোমানিয়া সীমান্তে ট্রাকে মিলল ২৩ বাংলাদেশি
নিউজ ডেস্ক
রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ ) রাতে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটি পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে আসলে রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ সেটিতে তল্লাশি চালায়। ট্রাকের চালক জানিয়েছেন, তিনি রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিলেন।
আরাদ সীমান্ত পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানোর সময় তাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা অবৈধ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।
পুলিশ জানিয়েছে, চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
সুত্রে জানা যায়, ২০২২ সালে ইতালিতে প্রবেশ করেছে ১ লাখ ৫ হাজার ১২৯ জন অভিবাসী। তাদের মধ্যে ১৪ হাজার ৯৮২ জন বাংলাদেশি। এদিকে চলতি বছর এখন পর্যন্ত এসেছে ২০ হাজার ৪৬ জন, তাদের মধ্যে ১ হাজার ৬২৯ জন বাংলাদেশি রয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক হিসাব অনুযায়ী, প্রায় ১ কোটি ৩০ লাখ বাংলাদেশি বিদেশে বসবাস করছেন। এদেরকে বাংলাদেশি ডায়াস্পোরা অর্থাৎ প্রবাসী বাংলাদেশি বলা হয়। তাদের প্রথম প্রজন্মের অভিবাসীরা আর্থিক অবস্থার উন্নতি কিংবা দারিদ্র্য থেকে বাঁচতে বিদেশ পাড়ি দিয়েছিলেন। বিশ্বের চতুর্থ বৃহৎ অভিবাসী গোষ্ঠী বাংলাদেশের নাগরিক।
ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্স (ডিটিএম) ইউরোপের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ৪ হাজার ৫১০ জন অনিয়মিত বাংলাদেশি সমুদ্র ও স্থলপথে ইতালি, মাল্টা, স্পেন বা গ্রিস হয়ে ইউরোপে এসেছেন। বাংলাদেশি নাগরিকদের মধ্যে সর্বাধিক আশ্রয়প্রার্থী নিবন্ধিত হয়েছেন ইতালিতে। তাদের স্থল ও সমুদ্রপথে আগমনের হার প্রায় ৯২ শতাংশ। তাছাড়া, একই বছর পশ্চিম বলকান দেশগুলো অতিক্রম করার সময় প্রায় ৮ হাজার ৮৪৪ বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছিল।