আন্তনদী পানি বিরোধ মীমাংসায় অর্থবহ আঞ্চলিক সহযোগিতার আহ্বান
নিউজ ডেস্ক
আন্তনদী পানি বিরোধ মীমাংসায় অর্থবহ আঞ্চলিক সহযোগিতা ও সংলাপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গত ২২ বুধবার মার্চ জাতিসংঘ পানি সম্মেলনে আন্তনদী পানি বিষয়ক এক ইন্টারঅ্যাকটিভ সংলাপে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তাঁর বক্তব্যে জানান যে—আন্তনদীর পানি বণ্টন সহযোগিতা বৃদ্ধি এবং দুইপক্ষের মঙ্গলের জন্য বাংলাদেশ ও ভারত ২০১১ সালে চুক্তি করেছে। চুক্তির দুই ধারা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, অববাহিকাভিত্তিক নদী ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ও ভারত চুক্তিবদ্ধ।
নদীর স্বাভাবিক গতি প্রবাহের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী জানান, এজন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।
যৌথ ব্যাবহার এবং ন্যায্যতার ভিত্তিতে পানি বণ্টন অর্জন করতে হলে দুইপক্ষের মধ্যে জ্ঞান আদান-প্রদান করতে হবে যাতে করে উভয়পক্ষই উপকৃত হয়।