স্বাধীনতা দিবসে মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
নিউজ ডেস্ক
মহান স্বাধীনতা দিবসে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে দুস্থ, অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, ঘর নির্মাণ সামগ্রী, এতিম খানার জন্য সিলিং ফ্যান, আত্মনির্ভরশীল কাজের জন্য সেলাই মেশিন প্রদান করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।
একই সাথে পবিত্র রমাজান মাস উপলক্ষ্যে দুস্থ, দরিদ্র ও পার্বত্য অঞ্চলে বসবাসরত দুস্থ ,অসহায় ১৫০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিভিন্ন মানবিক চাহিদা পূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় মাটিরাঙা জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।